এসএসসি (SSC) বা সমমান পরীক্ষার ফলাফল ২০২০ঃ

“স্কুলে গিয়ে ফলাফল নিয়ে আসার দিন শেষ, আর এই করোনায়? প্রশ্নই আসে না” এটা কি বাংলাদেশের শিক্ষাবোর্ড বোঝে না?

হ্যা তারা এবার বুঝেছেন, আর বুঝেছেন বলেই-

এএসএসসি ফলাফল ২০২০ প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশের সমস্ত শিক্ষাবোর্ডগুলো। প্রাক নিবন্ধন কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েগেছে। প্রাক নিবন্ধন করা থাকলে দ্রুততম সময়ে আপনার মোবাইলেই পৌঁছে যাবে ফলাফল।

তবে ঈদের আগে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন- আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান- অধ্যাপক মু- জিয়াউল হক।

মঙ্গলবার অধ্যাপক মু- জিয়াউল হক জানান ‘আমরা এসএসসির ফলাফল প্রস্তুত করেছি। তবে করোনার কারণে ঈদের পর ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।

নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করলেই পূর্বের মতো আর বেশি অপেক্ষা করতে হবে না। ফল প্রকাশের সাথে সাথেই এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীর কাছে পৌঁছে যাবে তাদের কাঙ্খিত ফলাফল। তবে ঈদের আগে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না এটাই সত্যি।’

গত সোমবার থেকে এসএমএসের মাধ্যমে সে তথ্য জানানোর কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন শিক্ষাবোর্ডের সিনিয়ররা জানিয়েছেন যে-

‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এসএসসি ফলাফল ২০২০ এ আমরা এবার ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছি।

আরও সহজ ভাবে শিক্ষার্থীদের হাতে রেজাল্ট প্রদান করতে আগেই প্রাক-নিবন্ধন বা এসএমএস নেয়া শুরু করে দিয়েছি।

এই নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে খুব দ্রুত সময়ে ফলাফল পেয়ে যাবে শিক্ষার্থীরা।

ইতঃপুর্বের দিনগুলোতে যেহেতু ফল প্রকাশের দিন এসএমএস করলেই ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হতো ফলাফল। কিন্তু সেই বার্তার ফিরতি মেসেজে ফলাফল পেতে অনেকটা সময় নিত।



এবারের এ ব্যবস্থায় আধ ঘণ্টার মধ্যেই ফল পেয়ে যাবে শিক্ষার্থীরা। তবে পূর্বনির্ধারিত নিয়মেই ফল প্রকাশ করা হবে বলে জানান। ফলে স্কুলে গিয়ে ফল আনার আর প্রয়োজন থাকছে না।’

ঘরে থেকেই সরাসরি আপনার মোবাইলে ফলাফল পেতে প্রাক নিবন্ধনের জন্য যেকোনো-

মোবাইল অপারেটর থেকে মেসেজ করতে হবে। সেজন্য টাইপ করতে হবে-

মেসেজ SMS এর মাধ্যমে রেজাল্ট নেয়ার নিয়মঃ

SSC<>Board Name<>Roll<>Year

আর, পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।

(প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ প্রযোজ্য)

চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২০ ও সমমানে